দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

বাংলাদেশের মুক্তিযুদ্ধ



১)মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ৬৭৬ জন
- বীরশ্রেষ্ঠ ৭ জন
- বীর উত্তম ৬৯ জন
- বীর বিক্রম ১৭৫ জন
- বীর প্রতীক ৪২৬ জন
যদি বলে মোট বীরউত্তম কত ? তখন ৬৯ ( কর্নেল জামিলকে বঙ্গবন্ধুকে বাঁচাতে আসতে শহিদ হওয়ার কারণে এই খেতাব দেয়া হয়।)

২) মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে মোট ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
- চট্টগ্রাম ১ নং সেক্টর
- ঢাকা ২ নং সেক্টর
- মুজিবনগর ৮ নং সেক্টর
- তারামন বিবি যুদ্ধ করেন ১১ নং সেক্টরে

৩) মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে মোট ৬৪টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়।
৪) জীবিত সেক্টর কমান্ডার ৪ জন।
৫) ভারতে শরণার্থী শিবির স্থাপন করা হয় ১৪১টি।
৬) মুক্তিযুদ্ধে মোট নারী মুক্তিযোদ্ধা ২০৩ জন।
৭) বীরাঙ্গনা স্বীকৃতি পেয়েছেন ২৩৯জন
৮) সবচেয়ে বেশি নারী মুক্তিযোদ্ধা দিনাজপুর থেকে ২১ জন।
৯) বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা ২ জন (ড. সেতারা বেগম ও তারামন বিবি)। কাঁকন বিবিকে ঘোষণা করেও স্বীকৃতি দেওয়া হয়নি ।

No comments

Powered by Blogger.