দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

ভাষা আন্দোলন নিয়ে এক্সক্লুসিভ কিছু টুকিটাকি


#একুশের প্রথম কবিতা = কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।
#কবিতাটির রচয়িতা = মাহাবুবুল আলম চৌধুরী।
#কবিতাটি প্রথম আবৃতি করা হয়= লাল দিঘির ময়দানে।
#একুশের প্রথম নাটক=কবর
#কবর নাটকটি মুনীর চৌধুরী রচনা করেন= ১৭ জানুয়ারি, ১৯৫৩ সালে কেন্দ্রীয় কারাগারে।
#নাটকটি প্রথম মঞ্চস্থ করা হয়=২১ ফেব্রুয়ারি, ১৯৫৩ সালে, কেন্দ্রীয় কারাগারে।
#মুনীর চৌধুরী কার অনুরোধে নাটকটি লেখেন= রনেশদাসগুপ্তের অনুরোধে।
#একুশের প্রথম সংকলন ও এর সম্পাদক = একুশে ফেব্রুয়ারি (১৯৫৩ সালে প্রকাশিত হয়), হাসান হাফিজুর রহমান।
#একুশের প্রথম সংঘটন ও এর প্রতিষ্ঠাতা = * তমুদ্দিন মজলিস* (আবুল কাশেম)।
#আন্তর্জাতিক পর্যায়ে একশের স্বীকৃতি ঃ
জাতিসংঘ => ২০০৮
ইউনেস্কো => ১৯৯৯(১৭ নভেম্বর)(৩১ তম সম্মেলনে)
মোট দেশ => ১৮৮টি দেশ পালন করে।
প্রথম স্বীকৃতিদান কারি দেশ => কানাডা।
#ভাষা আন্দোলনকে বেগবান করার জন্য জেলখানায় অনশন করেন=
শেখ মুজিবুর রহমান
মহিউদ্দিন আহমেদ
#২১ শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে কার নেতৃত্বে ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে = *গাজিউল হক*।
#বাংলা ভাষার পক্ষে ভূমিকা রাখার জন্য কোন পত্রিকাকে নিষিদ্ধ করা হয়= *অবজারভার*।
#১৯৫২ সালের আগে ভাষা দিবস পালিত হত= *১১ মার্চ*।
#পাকিস্তানের একমাত্র বাংগালি রাষ্ট্রপতি = খাজা নাজিমুদ্দিন।
#ছায়ানটের প্রতিষ্ঠাতা = ডাঃ সানজিদা খাতুন।
*** বাংলা একাডেমী***
#কোন আইনের মাধ্যমে বাংলা একাডেমীকে স্বায়ত্তশাসন দেয়া হয়=The Bengali Academy Act-1957.
#বাংলা একাডেমী কোন মন্ত্রণালয়ের অধীনে = সংস্কৃতি মন্ত্রণালয়ের।
#বাংলা একাডেমীর পূর্বনাম বর্ধমান হাউজ যা প্রতিষ্ঠিত হয় =১৯০৬ সালে। ***
***বাংলা একাডেমীর কিছু প্রথম***
উদ্বোধন করেন => আবু হোসেন সরকার
প্রথম মহাপরিচালক => ড.মা্যহারুল ইসলাম
প্রথম নারী মহাপরিচালক => ড.নীলিমা ইব্রাহীম
প্রথম সভাপতি = আকরাম খা
***বর্তমান***
সভাপতি =ড.আনিসুজ্জামান (২০তম)
পরিচালক =বাংলা একাডেমীর বর্তমান মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী(১৬ তম)।
#ফেলো = বাংলা একাডেমী থেকে পুরস্কার প্রাপ্তরা।
#কোন কোন কবির নামে বাংলা একাডেমীতে দুটি বৃক্ষমূলের নাম করা হয়=>
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
ধন্যবাদ- এস জে ইমরান হোসাইন

No comments

Powered by Blogger.