দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

‘ইডিপাস’, ‘ইডিপাস অ্যাট কলোনাস’ এবং ‘আন্তিগোনে’ সফোক্লিসের মহাকাব্যিক ত্রয়ী ট্র্যাজেডি

ইদিপাস ত্রয়ী

‘ইডিপাস’, ‘ইডিপাস অ্যাট কলোনাস’ এবং ‘আন্তিগোনে’ সফোক্লিসের মহাকাব্যিক ত্রয়ী ট্র্যাজেডি

সংকলনে: মো. এনামুল হাসান কাওছার। 

‘ইডিপাস’, ‘ইডিপাস অ্যাট কলোনাস’ এবং ‘আন্তিগোনে’ এই মহাকাব্যিক ত্রয়ী ট্র্যাজেডির রূপকার গ্রিক নাট্যকার সফোক্লিস (৪৯৬-৪০৬ খ্রিস্টপূর্ব)। সফোক্লিসের বিয়োগান্ত তিনটি উপ্যাখ্যান যেন নিয়তির মুখোমুখি দাঁড় করিয়ে দেয় পুরো পৃথিবীর দর্শকবৃন্দকে। ইডিপাস নাটকে দেখা যায়, থিবিস নগরের শাসক রাজা ইডিপাস দেবতাদের অভিশাপে নিজের অনিচ্ছায় হোন পিতা লেয়াসের হত্যাকারী ও মা জোকাস্টার শয্যাসঙ্গী। ইডিপাসের পিতা- খোঁড়া ল্যাবডাকোসের সন্তান বামহাতি লেয়াসও জানতেন দেবতার এই অমোঘ বাণীর কথা। তাই ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতক ছেলে ইডিপাসকে থিবিসের রাজা তথা ইডিপাসের পিতা লেয়াস হত্যার উদ্যোগ নেন। নবজাতক ইডিপাসের দুই বা পেরেকবিদ্ধ করে এক মেষপালকের উপর দেওয়া হয় ইডিপাসকে হত্যার গুরুদায়িত্ব। মেষপালক শিশু ইডিপাসকে হত্যার উদ্দেশ্যে সিথায়ন পর্বতে নিয়ে গিয়েও মানবিক কারণে হত্যা করেন না। পেরেকবিদ্ধ শিশু ইডিপাসকে তুলে দেন আরেক দেশের মেষপালকের হাতে। অভিশাপগ্রস্ত শিশু ইডিপাসকে মেষপালক তুলে দেন কোরিন্থ নগরের নিঃসন্তান রাজা পলিবাসের হাতে। পেরেকবিদ্ধ শিশুর পা ফুলে যায়, এজন্য শিশুর নাম রাখা হয় ইডিপাস; ইডিপাস শব্দের অর্থ হলো  পা-ফোলা।

কোরিন্থ নগরের নিঃসন্তা রাজা পলিবাস ও রানি মেরোপির সন্তান পরিচয়ে বড় হয়ে ইডিপাসও শুনলেন সেই দৈববাণী। তিনি হবেন পিতার হত্যাকারী আর স্বীয় মায়ের শয্যাসঙ্গী। এই দৈব এড়াতে কোরিন্থ ত্যাগ করে থিবিসে আসেন যুবক ইডিপাস এবং পথিমধ্যে এক ব্যক্তির সাথে রথের ধাক্কা লাগায় সংগঠিত ঝগড়ায় তাকে হত্যা করেন যুবক ইডিপাস। এই ব্যক্তি ছিলেন রাজা লেয়ার তথা সেখানে তাঁর হাতে খুন হোন তারই জনক থিবিসের রাজা লেয়াস। পরবর্তী ঘটনাপ্রবাহে যখন প্রকাশিত হলো যে, ইডিপাস নিজ হাতে পিতাকে হত্যা করেছেন এবং মাকে বিয়ে করেছেন; তখন অসহ্য মানসিক যন্ত্রণায় তিনি আপন চক্ষুদ্বয় বিদীর্ণ করে অন্ধত্ব বরণ করলেন এবং রাজ্য ছেড়ে চলে গেলেন। নিয়তির কাছে এভাবেই পরাভূত হোন ইডিপাস।

এর পরবর্তী আখ্যান ‘ইডিপাস অ্যাট কলোনাস’-এ দেখা যায়, ইডিপাসের দুই ছেলে এটিওক্লেস আর পলিনেসেসের ক্ষমতার দ্বন্দ্ব। পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ হারান তাঁর দুই পুত্র। কিন্তু আরও কিছু বাকি আছে। 

ত্রয়ী ট্র্যাজেডির শেষ অংশ আন্তেগনি-তে দৃষ্ট হয় যে- আন্তেগনি, রাজশক্তির অন্যায় আদেশের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো একজন ‘অরাজনৈতিক’ শক্তির নাম হিসেবে দণ্ডায়মান। আন্তেগনি, ইদিপাসেরই কন্যা। আন্তেগনি, প্রায় আড়াই হাজার বছর আগে সত্যাগ্রহের পথ দেখানো একজন মানবী, একজন নারী। আন্তেগনির ভাই পলিনিসেসের রাজনৈতিক সিদ্ধান্তের দায়ে, পলিনিসেসের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে স্বেচ্ছাচারী রাজা ক্রেয়ন। পলিনিসেসের শবদেহ শেয়াল-শকুনের খাদ্য হোক, এই শাস্তি ধার্য করে রাজা ক্রেয়ন। ভাইয়ের শবদেহের প্রতি এই অসম্মানকে এক প্রচণ্ড অন্যায় বলে মনে হয় আন্তেগনি’র কাছে। রাজ আদেশ অমান্য করে পলিনিসেসের শবদেহকে সসম্মানে সমাধিস্থ করে আন্তেগনি। 

এই সংবাদ রাজার কানে পৌঁছলে, আন্তেগনিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রাজা ক্রেয়ন। ক্ষমাপ্রার্থনা করলে আন্তেগনি হয়তো পেয়ে যেত প্রাণ-ভিক্ষা; কিন্তু আন্তেগনি তাঁর আদর্শে অটল। রাজা ক্রেয়ন তাকে বন্দী রাখে শহর থেকে দূরে এক নির্জন গুহায়। রাজ-পরিবারের সদস্যদের অনুরোধ এবং শুভাকাঙ্ক্ষীদের উপদেশে শেষ পর্যন্ত মত পরিবর্তন করে রাজা ক্রেয়ন। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে কি?

আন্তিগোনে নাটকে তাই জানান দেয় নিয়তি। ইডিপাসের দুই সন্তানের মৃত্যুর পর থিবিসের মুকুট পরেই রাজা ক্রেয়নের এই হেন ঘোষণাকে উপেক্ষা করে আন্তিগোনে সমাহিত করেছিলো স্বীয় ভাইকে। এর ফলে জীবন্ত সমাহিত হতে হয় ইডিপাস-কন্যা আন্তিগোনেকে। তবে এর জন্য মূল্য দিতে হয় ক্রেয়নকেও। শোক সইতে না পেরে আন্তিগোনের প্রেমিক ক্রেয়নের ছেলে হ্যামনও আত্মহত্যা করেন।

ক্ষমতার দম্ভ, লোভ, উগ্র ইচ্ছা, জেদ—এসব কীভাবে মানুষকে ধ্বংসের কিনারায় নিয়ে যায় তারই বয়ান এই ত্রয়ী নাটক সফোক্লিসের অম্লান কর্ম ‘ইডিপাস’, ‘ইডিপাস অ্যাট কলোনাস’ এবং ‘আন্তিগোনে’। এই ত্রয়ী নাটক পাঠ ও দৃষ্টে পাঠক-দর্শকবৃন্দ তাদের ভেতরের ভীতি (Fear) ও করুণা'র (Pity) উদ্রেকে এরিস্টটল বর্ণিত Catharsis বা বিমোক্ষণের অভিজ্ঞতা সঞ্চার করেন।   


সংকলনে: 

মো. এনামুল হাসান কাওছার। 

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। 


তথ্য নির্দেশ:

১) https://www.prothomalo.com/bangladesh/গ্রিক-ট্রিলজির-অনন্য-রূপায়ণ (প্রথম আলো অনলাইন, গ্রিক ট্রিলজির অনন্য রূপায়ণ)

২) https://www.facebook.com/events/1028687117595326/ (প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন ৩৮তম ব্যাচের সমাপনী প্রযোজনা

“আন্তেগনি”)

৩) https://www.kalerkantho.com/online/entertainment/2020/12/10/984223 (কালের কন্ঠ অনলাইন, শুক্রবার প্রাচ্যনাটের শিক্ষার্থীদের ‘আন্তেগনি’)

৪) https://bn.wikipedia.org/wiki/রাজা_ইডিপাস 

৫) https://www.banglatribune.com/literature/series/709828/প্রসঙ্গ-ক্লদ-লেভি-স্ট্রস-ও-কাঠামোবাদ (বাংলা ট্রিবিউন, প্রসঙ্গ : ক্লদ লেভি-স্ট্রস ও কাঠামোবাদ)

 

No comments

Powered by Blogger.