বিসিএস প্রিলির প্রশ্ন এনালাইসিস: কতটা গুরুত্বপূর্ণ সেটা এই পোস্টটা পড়লেই বুঝতে পারবেন।
![]() |
BCS প্রিলি প্রশ্ন এনালাইসিস কেন প্রয়োজন? |
বিসিএস প্রিলির প্রশ্ন এনালাইসিস: কতটা গুরুত্বপূর্ণ সেটা এই পোস্টটা পড়লেই বুঝতে পারবেন।
বিসিএসের সমুদ্রসম সিলেবাসকে আয়ত্ত্ব করতে হলে প্রশ্ন এনালাইসিসভিত্তিক গোছানো প্রস্তুতির বিকল্প নেই, বিশেষ করে নতুনদের জন্য যারা প্রস্তুতি শুরু করছেন। বর্তমানে বিসিএসে বিগত সালভিত্তিক প্রশ্ন আসছে। হুবহু প্রশ্ন যেটা আসছে সেটা সবাই পারবেন। কিন্তু একটু কৌশলী হয়ে বিগত প্রশ্ন এনালাইসিস করলে দেখা যায় টপিকগুলো প্রায় একই। তাই আমরা এখন বাংলা সাহিত্যের কিছু প্রশ্ন বিশ্লেষণ দেখবো।
৪০তম বিসিএসে আসা প্রশ্ন: ‘কালো বরফ’ উপন্যাসটির বিষয়: (ক) দেশভাগ (খ) তেভাগা আন্দোলন (গ) ভাষা আন্দোলন (ঘ) মুক্তিযুদ্ধ
উত্তর: দেশভাগ। এই ‘কালো বরফ’ উপন্যাসটি লিখেছেন মাহমুদুল হক।
এখন আমরা মাহমুদুল হক সম্পর্কে একটু জানি: মাহমুদুল হকের লেখা বিখ্যাত দুটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো- জীবন আমার বোন ও খেলাঘর। বর্তমান সময়ের বিসিএসগুলোতে চরিত্র সম্পর্কেও প্রশ্ন আসছে। তাই চরিত্রগুলো সম্পর্কে জানবো।
কালো বরফ- আব্দুল খালেক।
খেলাঘর- ইয়াকুব, টুনু, রেহানা।
অনুর পাঠশালা- অনু, সরুদাসী্
জীবন আমার বোন- জাহিদুল কবির খোকা, রঞ্জু।
৪৪তম বিসিএসে আসা প্রশ্ন: ‘খোকা ও রঞ্জু’ মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র?
(ক) কালো বরফ (খ) খেলাঘর (গ) অনুর পাঠশালা (ঘ) জীবন আমার বোন
উত্তর: জীবন আমার বোন।
একটু খেয়াল করুন ৪০তম তে আসা প্রশ্নের অপশনে ছিল তেভাগা আন্দোলন যেটা ৪১তম তে এসেছে।
৪১তম তে আসা প্রশ্ন: তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
(ক) অক্টোপাস (খ) কালো বরফ (গ) ক্রীতদাসের হাসি (ঘ) নাঢ়াই
উত্তর: নাঢ়াই
তেভাগা আন্দোলন ভিত্তিক সাহিত্য:
পাকাধানের গান: সাবিত্রী রায়
বন্দোবস্তি: মহাশ্বেতা দেবী
কাঁটাতারে প্রজাপতি: সেলিনা হোসেন
গায়ত্রী সন্ধ্যা: সেলিনা হোসেন
খোয়াবনামা: আখতারুজ্জামান ইলিয়াস
নাঢ়াই: শওকত আলী।
দেখা যাবে তেভাগা আন্দোলনভিত্তিক উপন্যাস সম্পর্কে প্রশ্ন পরবর্তী কোন পরীক্ষায় পেয়ে যেতেই পারেন।
এখন আরেকটা প্রশ্ন দেখবো যেটা দেখে আসলেই মজা পাবেন।
৪৩ তমতে আসা প্রশ্ন: “তোমারেই যেনো ভালোবাসিয়াছি শত রূপে শতবার/ জনমে জনমে যুগে যুগে অনিবার” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
(ক) অনন্ত প্রেম (খ) উপহার (গ) ব্যক্ত প্রেম (ঘ) শেষ উপহার
উত্তর: অনন্ত প্রেম।
প্রশ্নটা আনকমন ছিল ৪৩তম তে। কিন্তু যেহেতু এসেছে, তাই কেউ যদি খেয়াল করতেন অপশনগুলো তাহলে দেখতেন চারটি কবিতাই মানসী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল।
এখন দেখুন ৪৪তম তে আসা প্রশ্ন: ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) খেয়া (খ) মানসী (গ) কল্পনা (ঘ) সোনার তরী
উত্তর: মানসী।
আপতদৃষ্টিতে আনকমন মনে হলেও আসলে কিন্তু কমনই যদি কেউ জানত ব্যক্ত প্রেম মানসী কাব্যগ্রন্থের।
কৃতজ্ঞতা: MD Mehedi Hassan Mitun, BCS উত্তরণ ফেবু গ্রুপ
No comments