দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

ব্যতিক্রম ধর্মী এক কথায় প্রকাশ


১। অতর্কিত অবস্থায় আক্রমণকারী-আততায়ী
২। অর্থহীন উক্তি-প্রলাপ
৩। অনুচিত বল প্রয়োগকারী-হঠকারী
৪। আকাশ ও পৃথিবী-ক্রন্দসী
৫। আশা ভঙ্গজনিত খেদ-বিষাদ
৬। আয়নায় দেখা মূর্তি-প্রতিবিম্ব
৭। এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ-বুকনি
৮। জাহাজের খালাসী-লস্কর
৯। ধনের দেবতা-কুবের
১০। ফিকা কমলা রং-বাসন্তী
১১। সুদে টাকা খাটানো- তেজারতি
১২। যাকে শাসন করা যায়- শিষ্য
১৩। নীলবর্ণের বানর- উল্লুক
১৪। থাবার আঘাত- থাপ্পড়
১৫। জেনেও পাপ করে যে- জ্ঞানপাপী
১৬। ইতঃপূর্বে দন্ডিত ব্যক্তি- দাগী
১৭। যার কিছু নেই এককথায়- অকিঞ্চন
১৮। 'আবেগ জনিত কন্ঠস্বর' এককথায়- গদগদ
১৯। 'যে গমন করে না' এককথায়- নগ(পাহাড়)
২০। গম্ভীর ধ্বনি- মন্দ্র
২১। শত্রুকে পীড়া দেয় যে- পরন্তুপ
২২। যে নারীর স্বামী ও পুত্র নেই- অবীরা
২৩। নারীর লীলাময়ী নৃত্য - লাস্য
২৪। ঈষৎ লাল- ফিকা লাল
২৫। হাতির বাসস্থান- পিলখানা
২৬। রাত্রিকালীন যুদ্ধ- সৌপ্তিক
২৭। পৃথিবী ও স্বর্গের মধ্যবর্তী স্হান-
রোদসী
২৮। যে নারীর হাসি সুন্দর- সুচিস্মিতা/সুস্মিতা
২৯। রাহ (রাস্তা) হতে ছিনতাই- রাহজানি
৩০। একে তো নাচুনি বুড়ি তার উপর পড়েছে
ঢোলের বাড়ি- ইন্ধন যোগানো

No comments

Powered by Blogger.