দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

স্কাউটিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন

স্কাউটিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন



স্কাউটিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন

০১. স্কাউট আন্দোলনের
প্রতিষ্ঠাতা কে?
- লর্ড ব্যাডেন পাওয়েল

০২. 'রোভারিং টু সাকসেস'
বইটি প্রকাশিত হয় কত সালে?
- ১৯২২

০৩.স্কাউট প্রতিজ্ঞার অংশ কয়টি?
- ৩ টি

০৪.
স্কাউটিংয়ে সেবাকে কয়টি ভাগে ভাগ
করা হয়েছে?
- ৩ ভাগে

০৫.স্কাউট সালাম প্রদর্শনে ঊর্দ্ধ
বাহু শরীরের সাথে কত
ডিগ্রীতে থাকে ?
- ৪৫

০৬. রোভার স্কাউট
প্রোগ্রামকে কয়টি বিষয়ে ভাগ
করা হয়েছে?
- ৬ টি

০৭. একজন রোভার
স্কাউটকে কতটি গান শিখতে হয়?
- ১৪ টি

০৮. ন্যূনতম প্রোগ্রেস ব্যাজ
অর্জনকারী স্কাউটরা কত
মাসে 'রোভার সহচর' সম্পন্ন করে?
- ১ মাসে

০৯. রোভার স্কাউট প্রোগ্রাম
সর্বনিম্ন কতদিনে সম্পন্ন করা যায়?
- ২ বছর ৩ মাস

১০. রোভার স্কাউট প্রোগ্রাম
বাস্তবায়নে সর্বমোট কতটি ক্রু-
মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়?
- ৯০টি

১১. বিভিন্ন স্মারক ব্যাজ ও স্কার্ফ
অনুষ্ঠান সম্পন্নের কতদিন পর পর্যন্ত
ব্যবহার করা যায়?
- ৩ মাস

১২. সমান পুরুত্বের
দুটি রশি একসাথে বাঁধার জন্য
কোন গেঁড়ো ব্যবহৃত হয় ?
- ডাক্তারী গেঁড়ো

১৩. বর্তমান 'রোভার স্কাউট
প্রোগ্রাম'
প্রথমে কি নামে প্রকাশিত
হয়েছিল?
- রোভার পরিকল্পনা

১৪. সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত
রোভার
স্কাউটিংয়ে ভর্তি হওয়া সম্ভব?
- ২১বছর

১৫. বিপি পিটি কয়টি?
- ৬ টি

১৬. বাংলাদেশ স্কাউটসের
মাসিক মুখপত্রের নাম কি?
- অগ্রদূত

১৭. 'রোভার কুশলী' ব্যাজ কত
সময়ে অর্জন করা যায়?
- ৩ মাসে

১৮. কোন পারদর্শিতা ব্যাজ সদস্য
বা সেবা উভয় স্তরে অর্জন
করা যায়?
- শিক্ষকতা ব্যাজ

১৯. 'শিক্ষকতা ব্যাজ' কত সময়ে অর্জন
করা সম্ভব?
- ৩ মাসে

২০. প্রশিক্ষণ স্তরে বাংলাদেশের
কয়টি প্রচলিত আইন জানতে হয়?
- ৩ টি

২১. 'আমার স্কাউট রেকর্ড' কে অন্য
কি বলে অভিহিত করা হয়?
- মাই প্রোগ্রেস

২২. কোন স্তরের অ্যাপুলেট-এ
দুটি লাল দাগ থাকে?
- সেবা স্তর

২৩. কোন স্তরে বেসিক
কোর্সে অংশগ্রহণ করা যায়?
- সদস্য ও প্রশিক্ষণ স্তরে

২৪. বাঁশিতে একটি লম্বা সুর ও পরপর
দুটি ছোট সুরের
দিয়ে কাকে ডাকা হয়-
- এসআরএম-দের

২৫. কোনটি কোড ও সাইফার এর
পদ্ধতি নয় ?
- "টি" পদ্ধতি

২৬. বিষধর
সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
- দুটো দাঁতের দাগ

২৭. দড়ির প্রান্ত ভাল রাখার জন্য
ব্যবহৃত হয়-
- হুইপিং

২৮. কম্পাসের প্রধান
দিকগুলোকে কি বলে ?
- কার্ডিনাল পয়েন্ট

২৯. বিশ্ব স্কাউট কমিটি কতজন সদস্য
নিয়ে গঠিত ?
- ১৩
(২০১১-১৪ সময়ের জন্য ১৪ জন সদস্য
রয়েছে)

৩০. 'বাংলাদেশ বয় স্কাউট
সমিতি' গঠিত হয় কোন সালে ?
- ৯ এপ্রিল ১৯৭২

৩১. কম্পাসের ৩৬০ কোন দিক
নির্দেশ করে?
- উত্তর

৩২. জেলা রোভার স্কাউটসের
সভাপতি কে?
- জেলা প্রশাসক
(সাধারণত: জেলা প্রশাসকগণ
জেলা রোভার কমিশনার
হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে এর ব্যতিক্রমও আছে)

৩৩. সিনিয়র রোভার মেটের
র্যাংক ব্যাজ হিসেবে কয়টি লাল
ফিতা ব্যবহৃত হয়?
- ৩ টি

৩৪. 'পরিভ্রমণকারী ব্যাজ' কোন
স্তরে অর্জন করতে হয়?
- সেবা স্তরে

৩৫. পায়ে হেঁটে 'পরিভ্রমণকারী ব্যাজ'
অর্জনের জন্য কত কি:মি: পথ অতিক্রম
করতে হয়?
- ১৫০কি:মি:

৩৬. অ্যাডভেঞ্চার
ক্যাম্পে অংশগ্রহণ
করে 'পরিভ্রমণকারী ব্যাজ' অর্জন
করতে পারে কারা?
- মেয়েরা

৩৭. 'স্বনির্ভর' ও 'স্কাউট কর্মী'
ব্যাজের কাজ সম্পন্ন করা যায়-
- সদস্য থেকে সেবা স্তরে

৩৮. লগ বই কখন থেকে লেখা শুরু
করতে হয়?
- গ্রুপে ভর্তি হয়ে

৩৯. পারদর্শিতা ব্যাজ ইউনিফর্মের
কোথায় পরিধান করতে হয়?
- ডান কাঁধ ও কুনুইয়ের মাঝে

৪০. মোটর গাড়ীর জন্য ব্যবহৃত
জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
- ১৫ অনুপাত ৯

৪১. বাংলাদেশ স্কাউটসের ওয়েব
অ্যাড্রেস কোনটি?
৪২. মানচিত্রে পথঘাট, প্রতিষ্ঠান,
নদী খাল, জমি দেখাতে ব্যবহৃত
চিহ্নকে বলে-
- কনভেনশনাল সাইন

৪৩. এশিয়া প্যাসিফিক স্কাউট
অঞ্চলে সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
- ২৪ টি

৪৪. দীক্ষা অনুষ্ঠানে ব্যাজ প্রদান
করেন -
- ইউনিট লিডার

৪৫. 'এইডস টু স্কাউট মাস্টারশীপ'
বইটি কাদের জন্য লেখা?
- অ্যাডাল্ট লিডারদের জন্য

৪৬. রোভার স্কাউটদের সর্বোচ্চ
অ্যাওয়ার্ড 'পিআরএস' এ পর্যন্ত কতজন
অর্জন করেছেন?
- ১৪০ জন
(২০১৩ পর্যন্ত ১৪৩ জন)

৪৭. পিআরএস অ্যাওয়ার্ড প্রাপ্তির
উদ্দেশ্যে কখন লগ বই জমা দিতে হয়?
- বছরের যেকোন সময়

৪৮. নিন্মের কোন
অ্যাওয়ার্ডটি রোভার স্কাউটদের
জন্য নয়-
- মেডেল অব মেরিট

৪৯. ঢাকা জেলা রোভারের
কার্যালয় কোথায় অবস্থিত?
- গুলিস্থান

৫০. বিটিভিতে স্কাউট প্রোগ্রাম
প্রতি ইংরেজি মাসের কোন
তারিখে অনুষ্ঠিত হয়?
- ১ম ও ৩য় বুধবার


সংকলনে-
মাহমুদুল হাছান মাসুদ
সিনিয়র রোভার মেট প্রতিনিধি
নাটোর জেলা রোভার।

3 comments:

Powered by Blogger.