দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

চন্দ্রমুখী | আশীফ এন্তাজ রবি | বুক রিভিউ

চন্দ্রমুখী | আশীফ এন্তাজ রবি | বুক রিভিউ 
বইয়ের নাম: চন্দ্রমুখী
লেখক: আশীফ এন্তাজ রবি
প্রকাশ: ফেব্রুয়ারি, ২০১৮

কোনো লেখক সম্পর্কে আগে থেকে কিছু না জেনে এই প্রথম একটা বই পড়লাম। মানুষের জীবন সত্যি রহস্যময়। উপন্যাসটির প্রধান চরিত্র ফরিদ, যাকে ঘিরে কাহিনীর শুরু থেকে শেষ। এছাড়াও প্রধান চরিত্র মুনা (লেখকের মতে, মুন থেকে মুনা, চাঁদ থেকে চন্দ্রমুখী)।

ফরিদ মুনাকে মাঝে মাঝেই চন্দ্রমুখী বলে ডাকে। মুনার সাথে ফরিদের পরিচয় এক বিয়েতে। তারপর থেকে বিভিন্ন কাহিনীর মাধ্যমে তাদের আলাপ-পরিচয়। আসল কাহিনীর শুরু যখন ফরিদ হঠাৎ তার জন্মদিনের রাতে নিখোঁজ হয়ে যায়। ফরিদের মা প্রত্যেকদিন ফরিদের প্রিয় ইলিশ মাছের ডিম রান্না করে অপেক্ষায় থাকেন তার ছেলের জন্যে।

এরপর মুনার ফরিদের বাসায় আসা, ইমন নামক নতুন এক চরিত্রের অবতারণা, অচেনা এক নাম্বার থেকে কল আসায় কিছু পরিস্থিতির শিকার হওয়া-সহ বেশ কিছু ঘটনার মাধ্যমেই গল্পের এগিয়ে যাওয়া। তবে শেষ মুহুর্তে গল্পটায় এক প্রকার চমক অপেক্ষা করে সবার জন্য। 

সবকিছু মিলিয়ে গল্পটা বেশ ভালো লেগেছে। উপন্যাসটি হতে উদ্ধৃত কিছু বাস্তবসম্মত লাইন,

মেয়ে হয়ে জন্মানোর একটি সুবিধা হচ্ছে, পুরুষের চোখের দৃষ্টি সহজে পড়ে ফেলা যায়
চাকরি হচ্ছে স্ত্রীর মতো আর ব্যবসা নতুন প্রেমিকা। একটায় দায়িত্ব লাগে, আরেকটাতে নিবিষ্ট মনোযোগ।


লিখেছেন-
সুমাইয়া আহমেদ,
শিক্ষার্থী বিবিএ (মার্কেটিং ৪র্থ বর্ষ), জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

No comments

Powered by Blogger.