পৃথিবীর জ্বর- অমিত সাহা | কবিতা
সরে গেছে সব দূষণের ছায়া।
প্রিয়জনের মাতামাতিতে মাতছে না আর মন,
ঘরে বসে আপন মনে কাটছে লক ডাউন।
দুঃখ -সুখের খুঁনসুটিতে কাটছে না যে বেলা,
আমি তুমি সবাই এখন একলা একলা।
ভালোবাসবো ভালোবাসি বলছে না কেউ হেসে,
ঘরের বসে ভালো আজ চুপটি করেই বাসে।
ঘর ভরেছে ভালোবাসাই, ভরেছে মায়ের কোল,
মাকে আবার রাস্তায় ফেলে করছে কেউ ভুল।
ক্ষুধার জ্বালায় হা হা করে লাগছে মহামারী,
কেউ আবার সুযোগ বুঝে ভরছে হাড়ি বাড়ি।
প্রকৃতি তার উল্টো রুপে করছে মায়ার খেলা,
সবাই ঘরে লক ডাউন তাই রাজত্ব একলা।।
২৫ জৈষ্ঠ্য ১৪২৭।
০৮ ই জুন, ২০২০।
No comments