দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

এলেবেলে (১ম পর্ব) | কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ | বুক রিভিউ

এলেবেলে (১ম পর্ব) | কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ
বইয়ের নাম: এলেবেলে (১ম পর্ব)
লেখক: কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ।

হুমায়ুন আহমেদের ছোটভাই আহসান হাবিবের "উন্মাদ" পত্রিকায় প্রকাশিত হুমায়ুন আহমেদের রম্যরচনা গুলোর সংকলন এই এলেবেলে (১ম পর্ব) বইটি। আসলে এই এলেবেলে (১ম পর্ব) বই নিয়ে রিভিউ দেয়ার মতো কিছু নেই। কেননা এলেবেলে (১ম পর্ব) বইটিতে নির্দিষ্ট করে কোন কাহিনী নেই। বরং টুকরো টুকরো গল্পে হাস্যরসাত্মক কাহিনীর বর্ণনা। ছোট ছোট হলেও কাহিনী গুলোর মর্মার্থ বুঝতে সক্ষম হলে আপনার কাছে মনে হবে, সত্যি কি চমৎকার রসবোধের মিশ্রণে লেখাগুলোতে সমাজের কিছু বাস্তব চিত্র ফুটে উঠেছে।

অনেকগুলো গল্পের মধ্যে হাসির কিন্তু ভীষণ ভাবনার ছোট্ট একটা গল্প নিম্নে উল্লেখ করছি-

রিটায়ার্ড এসপি আব্দুল মজিদ, তিনি বিভ্রান্ত হন গানের লাইন শুনে। তাঁর মতে,
"প্রেমের মরা জলে ডুবে না, এই গানের মানে কি? জলে কেন ডুবে না? পুলিশে চাকরী করেছি, ডেডবডি নিয়ে আমাদের কাজকারবার। যেকোনো মরা, প্রেমের হোক, কিংবা প্লেইন এন্ড সিম্পল মার্ডার কেইস হোক, পানিতে ছাড়লেই ডুবে যায়। কয়েকদিন পর ডেডবডির ভিতরে যখন গ্যাস হবে তখন ভেসে উঠবে।"
😂😂😂
তবে হ্যা, এই গল্পটি পড়ে আমারো মনে হলো, আসলেই তো!!! 😲😲

আরেকটা গানের লাইনের কথা এ বইয়ে বলা হয়েছে, যে গানের লাইন নিয়েও রিটায়ার্ড এসপি সাহেব বেশ চিন্তিত,
"ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে"

আমারো খুব জানার শখ,
রবীঠাকুর আসলে কোন ভাবনা থেকে চাবি ভাঙ্গার কথা বললেন, হিসেবমতে ভাঙ্গা তো উচিত তালা....

পুরো বইটা পড়তে বেশিক্ষণ সময় লাগেনি। যতক্ষণ পড়ায় মগ্ন ছিলাম এতটুকুও বিরক্ত লাগেনি। সদ্য শেষ হওয়া ফাইনাল পরীক্ষার পর একটু রিফ্রেশমেন্টের জন্যে বইটা বেশ কার্যকরী ভুমিকা পালন করেছে।

লিখেছেন-
সুমাইয়া আহমেদ,
শিক্ষার্থী বিবিএ (মার্কেটিং ৪র্থ বর্ষ), জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

No comments

Powered by Blogger.