দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

হাইড্রোজেন পার অক্সাইড : এটি কোন দাহ্য পদার্থ নয়।

 

 হাইড্রোজেন পার অক্সাইড মেঘের সাথে মিশে গিয়ে বৃষ্টি হিসেবে এটি ক্ষতি করবে এমন ধারণা ভুল 

হাইড্রোজেন পার অক্সাইড (H
2
O
2
): এটি কোন দাহ্য পদার্থ নয়

হাইড্রোজেন পার অক্সাইড:

পানির মতো এই যৌগটিও হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে তৈরি। তবে এই যৌগে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:16 ।

এই যৌগটি মোটেও ভয়ংকর কিছু নয়। তবে এটি অধিক তাপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন ও অক্সিজেনে রুপান্তরিত হয়। 

এটি কোন দাহ্য পদার্থ নয়। তবে বিয়োজিত হয়ে অতিরিক্ত অক্সিজেন আগুনের বিস্ফোরণ ঘটাতে পারে। এর তৈরি ধোঁয়া মেঘে গিয়ে মিশলেও কোন ক্ষতি নেই। তখন এটি কেবল প্রথমে অক্সিজেন পরে কার্বন ডাইঅক্সাইড হিসাবেই থাকবে। হাইড্রোজেন পার অক্সাইড রুপে মুক্ত অবস্থায় থাকার সুযোগ না থাকায় এর কোন ক্ষতিকর দিকের সাথে মেঘের কোন সম্পর্ক নেই। 

(নোট: হাইড্রোজেন পার অক্সাইড এর স্ফুটনাঙ্ক ১৫০.২° C যা পানির থেকে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাইড্রোজেন পারক্সাইডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে তাপীয় বিয়োজনের কারণে এটা বিস্ফোরকের ন্যায় আচরণ করে। তাই এটিকে নিম্ন তাপমাত্রায় নিরাপদে পাতিত করা হয়।)

সুতরাং, রসায়ন না বুঝে মন্তব্য করা ঠিক না। 

এই কেমিক্যাল সামান্য পরিমানে ডেন্টাল সার্জনরা মুখের জীবানু ধ্বংস করতে ব্যবহার করে। এছাড়া সামান্য পরিমানে ভাইরাস ধ্বংস করতেও শরীরেও ব্যবহার করা হয়। 

সুতরাং, মেঘের সাথে মিশে গিয়ে বৃষ্টি হিসেবে এটি ক্ষতি করবে এমন ধারণা ভুল। 


হাবীব স্যার 

সিনিয়র শিক্ষক, বিজ্ঞান ও প্রযুক্তি।

No comments

Powered by Blogger.