দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

বিভিন্ন দেশের পরিবর্তিত নাম ও বাংলাদেশের নতুন ২টি বিভাগ পদ্মা ও মেঘনা | আপডেট তথ্য



তুরস্কের নাম পরিবর্তন। নতুন নাম - তুর্কিয়ে (Turkiye) আগের নাম ছিল -Turkey 

👉👉 বিশ্বে এ পর্যন্ত যে সকল দেশের নাম পরিবর্তন হয়েছে

🟢মেসিডোনিয়া - উত্তর মেসিডোনিয়া।

🟢সোয়াজিল্যান্ড - ইসওয়াতিনি।

🟢হল্যান্ড - নেদারল্যান্ডস।

🟢দক্ষিণ রোডেশিয়া - জিম্বাবুয়ে।

🟢শ্যাম - থাইল্যান্ড।

🟢পার্সিয়া - ইরান।


🟢আফ্রিকার কোন দেশ নিজেদের রাজধানীর নামকরন করে আমেরিকার একজন প্রেসিডেন্টের নামে?

উ: লাইবেরিয়া। রাজধানী মনরোভিয়ার। জেমস মনরো এর নামে।


🟢🟢ইন্দোনেশিয়ার রাজধানীর নাম পরিবর্তন 

- নতুন নাম = নুসানতারা। আগের নাম ছিলো জাকার্তা।


🟢ইরানের নতুন মুদ্রার নাম কী? 

ⓐ রিয়াল 

ⓑ টাকা 

ⓒ রুপি 

ⓓ তুমান✅✅


🟢 কাজাখাস্তানের বর্তমান রাজধানীর নাম কী?

ক. আশাখাবাদ 

খ. বিশকেক 

গ. নুর সুলতান 

ঘ. তিরানা 

উত্তর: গ


🟢 কত সালে বাংলাদেশের রাজধানীর নাম Dacca পরিবর্তন হয়ে Dhaka হয়?

১৯৮৮ সালের ২৭জুন (সংবিধানের ৮ম সংশোধনী)


বাংলাদেশের নতুন বিভাগ হলো-

🟢মেঘনা"।

আওতাধীন জেলাসমূহ হলো কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাক্ষ্মনবাড়ীয়া।


🟢"পদ্মা"

আওতাধীন জেলাসমূহ হলো ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী।

👋👋পদ্মা বিভাগের বিভাগীয় শহর ফরিদপুর।

মেঘনা বিভাগের বিভাগীয় শহর কুমিল্লা।


🟢বর্তমানে বাংলাদেশের জেলা সমূহ ১০ টি বিভাগে বিভক্ত।


কৃতজ্ঞতা: জাকির বিসিএস স্পেশাল। 

No comments

Powered by Blogger.