দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

ধার, দেনা, ঋণ ও কিস্তিমুক্ত জীবন যাপন করুন



ধার দেনা, ঋণ কিস্তিমুক্ত জীবন যাপন করুন।

যে টাকা আপনি উপার্জনই করেন নাই, সেই টাকা যদি আপনি যথেচ্ছ খরচ করে ফেলেন, এবং তারপর সেই দায় কি দিয়ে মেটাবেন, তাই বলে বিলাপ করেন, তাহলে সেটা যৌক্তিক হয় না।

ঋণ ও কিস্তি একটা অভিশাপের মতো। এর মানে আপনি এমন কিছু কিনে ফেলেছেন, যেটা আপনার হয়নি পুরোপুরি, আপনি এমন টাকা খরচ করেছেন, যে টাকা আপনি উপার্জন করেন নাই। আপনি ৭০ হাজার টাকার টিভি কিনেছেন, লোনে বা কিস্তিতে। ১৫ লাখ টাকার গাড়ি নিয়েছেন লোনে বা কিস্তিতে। আপনি এমন বাড়ি বানিয়েছেন, যা বানানোর টাকা আপনার ছিলো না, আপনি লোন নিয়েছেন।

এর বাংলা মানে হলো এই যে, উপার্জনের আগেই আপনি ভোগ করা শুরু করেছেন, এবং উপার্জন না থাকলে এই দায় আপনি কিভাবে মেটাবেন, এই নিয়ে আপনার কোন চিন্তা ছিলো না বা এখনও নেই। এবারে সেই লোন কিভাবে পরিশোধ করবেন, সেই পথও আপনাকে বার করতে হবে।

৪০ হাজার টাকার উপার্জন নিয়ে ৭০ হাজার টাকার টিভি কেনা, ১ লাখ টাকা বেতন নিয়ে ১৫ লাখ টাকার গাড়ি চালানো, ৪০ লাখ টাকার সেভিং নিয়ে, ২ কোটি টাকার বাড়ি বানানো, সবই একই সুতায় গাথা। লোন নিয়ে আপনাকে টিভি কিনতে কে বলেছিলো? কিস্তিতে কেন গাড়ি কিনেছেন? কেন বাড়ি বানিয়েছেন লোন নিয়ে?

এখন আপনার লোনের বোঝা কি রাস্ট্র টানবে?
নাকি আপনার সাথে যারা জড়িত তাদের টানতে হবে?
নাকি লোনের গল্প বলে বলে আপনি আরও মানুষের হক নষ্ট করবেন?
নাকি লোন পরিশোধ করার জন্যে আপনি বেয়াইনী কাজ করবেন?
নাকি লোন পরিশোধ করার জন্যে আপনি জুলুম করবেন?

কোন না কোন একোটা পন্থায় আপনাকে আসতে হবে। তবে, এর কোনটাই করা লাগতো না, যদি আপনার লোন না থাকতো।

ধার দেনা, ঋণ কিস্তিমুক্ত জীবন যাপন করুন।

লেখক- 
নিয়াজ আহমেদ, সিইও, কর্পোরেট আস্ক।

No comments

Powered by Blogger.