আড়ংয়ের ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫’: কারুশিল্প, খাবার ও উৎসবে জমজমাট ডিসেম্বর
রাজধানীর তেজগাঁও আউটলেটে পুরো ডিসেম্বরজুড়ে অনুষ্ঠিত হচ্ছে আড়ংয়ের শীতকালীন বিশেষ আয়োজন ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫: কারুশিল্পের উৎসব’। কারুশিল্পী, দর্শনার্থী আর পরিবারগুলোকে নিয়ে উৎসব রূপ নেবে একটি রঙিন কার্নিভালে। আড়ং জানায়, প্রায় পাঁচ দশক ধরে দেশের গ্রামীণ কারুশিল্পীদের সক্ষমতা ও ঐতিহ্য যে প্রতিষ্ঠানটিকে বিশেষভাবে পরিচিত করেছে, সেই গল্প ও শিল্পকেই এবার কেন্দ্র করে সাজানো হয়েছে এই আয়োজন।
উৎসবে জামদানি, নকশীকাঁথা, হ্যান্ড এমব্রয়ডারি, গহনা, রিকশা আর্টসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সরাসরি তুলে ধরবেন বিভিন্ন অঞ্চলের কারিগররা। উৎসবের দিনগুলোতে আউটলেট খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত।
প্রতিটি সপ্তাহে ভিন্ন থিম - পিঠা উৎসব, ‘ঠান্ডা বিটস’, বিয়ে উৎসব এবং দেশের শীর্ষ শিল্পীদের অংশগ্রহণে গ্র্যান্ড ফিনালে কনসার্ট - দর্শনার্থীদের জন্য এনে দেবে আলাদা অভিজ্ঞতা। পরিবার–বান্ধব আয়োজনটিতে রাখা হয়েছে পিঠা, ফুচকা, চটপটি, কাবাবসহ জনপ্রিয় স্ট্রিট ফুডের ফুড কার্ট। শিশুদের জন্য রয়েছে কিডস জোন, টেরাকোটা টেলসের কার্নিভাল গেমস এবং নানা ডু-ইট-ইয়োরসেলফ কারুশিল্প কার্যক্রম।
নতুনভাবে সাজানো aarong.com ডিজিটাল জোন উৎসবে যুক্ত করেছে প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতা। আড়ংয়ের পাশাপাশি ব্র্যাকের অন্যান্য সামাজিক উদ্যোগ - আড়ং অরিজিনস, আড়ং ডেইরি, ব্র্যাক হেলথকেয়ার এবং অতিথি (ইকো-ট্যুরিজম) - তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন করছে উৎসবমঞ্চে।
আয়োজকেরা বলেন, ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫’ শুধু বিনোদন নয়, বরং কারুশিল্পীদের সঙ্গে গ্রাহকদের সরাসরি সংযোগ তৈরি করার একটি প্ল্যাটফর্ম। আড়ংয়ের টেকসই উন্নয়ন ও সামাজিক প্রভাবের প্রতিশ্রুতির অংশ হিসেবেই উৎসবটির আয়োজন।
পুরো ডিসেম্বরজুড়ে আড়ং তেজগাঁও আউটলেটে থাকবে কারুশিল্প, খাবার ও বিনোদনের এক উৎসবমুখর পরিবেশ। দর্শনার্থীদের অংশগ্রহণে জমে উঠবে দেশের ঐতিহ্য ও সৃজনশীলতার এই মিলনমেলা।
No comments