নীল রং নিয়ে কিছু কথা জেনে নিই
নীল রং নিয়ে কিছু কথা জেনে নিই
🔵নীল
নীল রং প্রশান্তি, শীতলতা, বিশ্বস্ততা, প্রজ্ঞা, সততা, আবেগশূন্যতা, বিরাগ, কেন্দ্রীভূত আচরণ প্রভৃতিকে নির্দেশ করে।
নীল রং মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা মস্তিষ্ককে শান্ত রাখে। রক্তচাপ এবং হৃদস্পন্দনের হার কমাতে সাহায্য করে এটি। হালকা নীল রং যেখানে আকাশের মতো বিশালতা ও প্রফুল্লতা প্রকাশ করে, সেখানে গাঢ় নীল আবার বিষণ্নতা বা গভীর বিষাদের অনুভূতি জাগায়।
নীল রং বিশ্বস্ততার পরিচয় বহন করে। তাই ফ্যাশন ডিজাইনাররা চাকরিপ্রার্থীদেরকে ইন্টারভিউতে নীল পোশাক পরে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাছাড়া নীল রং স্থিতিশীলতারও প্রতীক, আর নারীরা সঙ্গী হিসেবে স্থিতিশীল, বিশ্বস্ত পুরুষদেরকে পছন্দ করেন। তাই সঙ্গীনির সাথে প্রথম সাক্ষাতের সময় নীল রঙের পোশাক বেছে নিতে পারেন।
১৯৯৯ সালে ক্রেইটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেন যে, কর্মক্ষেত্রে নীল রঙের ব্যবহার কর্মীদের মধ্যে শান্ত, নিবিষ্ট এবং আশাবাদী মনোভাব তৈরি করে, যা তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক। তাই কর্মক্ষেত্রে ব্যবহারের জন্যে নীল রং বেশ উপযোগী। বাড়িতে ব্যবহারের ক্ষেত্রে বসার ঘরে নীল রং না দেওয়াই ভাল। কারণ এটি মানুষের পারস্পরিক যোগাযোগ বা আলাপচারিতা করার ইচ্ছাকে বাধা দেয়। তবে যেহেতু নীল রং স্নায়ু শিথিল করে, সুতরাং শোবার ঘরে নীল রং ভাল ঘুমের জন্যে সহায়ক হতে পারে। নীল রং ক্ষুধা কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, মানুষ লাল বা হলুদ রঙের ঘরের তুলনায় নীল রঙের ঘরে খাবার খেলে তিনগুণ কম ক্যালরি গ্রহণ করে।
সুতরাং, যারা ওজন কমাতে ইচ্ছুক, তারা চাইলে তৈজসপত্র ও খাওয়ার ঘরে নীল রং প্রয়োগ করতে পারেন।
(ইন্টারনেট থেকে সংগৃহীত)
সংকলনে-
সাজেদা আক্তার
No comments