আমি একদিন নিখোঁজ হবো | সাদাত হোসাইন | বুক রিভিউ
![]() |
আমি একদিন নিখোঁজ হবো | সাদাত হোসাইন | বুক রিভিউ |
বইয়ের নাম: "আমি একদিন নিখোঁজ হবো"
লেখক: সাদাত হোসাইন।
বইয়ের ধরন: কবিতা।
আজকাল তরুণ সমাজে প্রায়ই এমন দেখা যায়,
কবিতার বইয়ের নাম শুনলে কেবল একটাই কথা,
ধুর, কবিতা পড়তে ভাল্লাগে না, কিছু বুঝিও না কি লিখা থাকে।


আগে কিন্তু মানুষ প্রচুর কবিতা পড়তো, ভাবের আদান-প্রদানের যে এক মাধুর্যতা সেটা নিজেরা কবিতা লিখেও প্রকাশ করতো। 😍😍😍
ডিজিটাল যুগে সেসব অনুভুতি এখন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। চিঠি, কবিতা এসব প্রায় হারিয়েই যাচ্ছে 😞😞
সবকিছুর পরও এই কবিতার বই নিয়ে রিভিউ লিখার একটাই কারণ, এই বই টা পড়লে
আপনার উপর্যুক্ত সেই বিরক্তি কিংবা হতাশা আসবে না, যে কিছু বুঝতে পারছেন
না। বরং এত সুন্দর আর সাবলিল ভাষায় লিখা ছোট ছোট পঙক্তি গুলো আপনার হৃদয়
ছুয়ে দিতে বাধ্য। মনে হবে, লেখক যেন আপনার মনের কথা গুলোই ছন্দ আকারে বইয়ে
লিখেছেন।
"নিখোজ বিজ্ঞপ্তি", "তোমাকে" "আয়না" এই ৩টা অংশে বিভক্ত পুরো
বইয়ের পঙক্তিমালা। সত্যি বলতে, বইটা পড়তে একটিবারো বিরক্ত লাগেনি আমার... ♥♥
'আমি একদিন নিখোজ হব' বইটি থেকে আমার প্রিয় কিছু লাইন,
"আমাকে হারাতে দিলে নিখোজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর"
"মন ভালো নেই, মন খারাপের দিনে,
তোমার থেকে অনেক দামে, কান্না নিলাম কিনে,
মন ভালো নেই, মন খারাপের রাতে,
তোমার চোখের বিষাদ নিলাম, একলা সে প্রভাতে,
মন ভালো নেই, মন খারাপের প্রহর,
কোথাও তোমায় পায় না খুজে, বিষণ্ণ এ শহর"
"আমায় তুমি অনেক ভুলে যেও, তার বিনিময়ে একটু রেখো মনে,
তোমার জন্যে মন যে কেমন করে, অথৈ ব্যাথা ছোট্ট বুকের কোণে"
"তোমার চোখ পড়তে জানি,
শোনো, কাজল চোখের জল ছলছল, কন্যা অভিমানী"
"লুকিয়ে থাকা সকল কথা, এই এ বেলা কাব্য হলো,
বৃষ্টি এলেই সবটা তুমি, আর কি নিয়ে ভাববো বলো!"
"তোমার ছায়ার তলে হেটে যাব ভেবে, জীবনের কত বট ফেলেছি কেটে,
অথচ নিদাঘ রোদ ভীষণ দহণে, তুমিহীন মরুপথ একা গেছি হেটে"
"তুই কেঁদেছিস শব্দে ভীষণ, আমি বৃষ্টি ভিজে,
কান্নাগুলো কেউ না জানুক, জানছি শুধু নিজে"
"তোমাকে চাওয়ার অজস্র তেষ্টার দিন শেষে তোমাকে পেয়ে যেতেই মনে হলো, আমি
তোমার চেয়ে বেশি ভালোবেসেছিলাম, তোমাকে পেতে চাওয়ার ওই তেষ্টাটুকুকেই"
"মনবাড়িটা অচিনপুরে বলেই, একজনমেও যায় না তারে চেনা,
তবুও তারে সবচেয়ে চেনা ভেবে, তার সাথেই নিত্য লেনাদেনা"
সবশেষে, এরকম আরো বেশ কিছু চমৎকার লাইনে নিজের মনকে নিমজ্জিত করতে পুরো বইটি আপনাকে পড়তে ফেলতে হবে...
লিখেছেন-
সুমাইয়া আহমেদ,
শিক্ষার্থী বিবিএ (মার্কেটিং ৪র্থ বর্ষ), জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
No comments