মনে পড়ে- সাজ্জাদ হোসেন ইহসান | কবিতা
![]() |
মনে পড়ে- সাজ্জাদ হোসেন ইহসান | কবিতা |
মনে পড়ে
সাজ্জাদ হোসেন (ইহসান)
মন আমার তোমার পাড়ায়
জানি না এ কোন মায়ায়।
লক ডাউন বা তালাবদ্ধ
মন তো আর নেই আবদ্ধ।
জানি না এ কোন মায়ায়।
লক ডাউন বা তালাবদ্ধ
মন তো আর নেই আবদ্ধ।
আমি হলাম অবুঝ পাখি
তোমার জন্য মত্ত থাকি।
তুমি আমার মনের মানুষ
তাই তো আমি স্বপ্ন আঁকি।
তোমার জন্য মত্ত থাকি।
তুমি আমার মনের মানুষ
তাই তো আমি স্বপ্ন আঁকি।
পরাধীনতার বিষ মেরে মন স্বাধীন হলো আমার ভূবন।
আমি এক বদ্ধ বালক
হলাম তোমার প্রেমের চাতক।
আমি এক বদ্ধ বালক
হলাম তোমার প্রেমের চাতক।
সেই প্রেমের জাগরণে
ঘুম আমার নেই চোখে।
ঘুম আমার নেই চোখে।
আকাশ-পাতাল, ঝড়-বৃষ্টি তারাও ব্যর্থ আজি।
যতই আসুক কঠিন সময়
প্রাণ পাবে না এ কূলেতে।
প্রাণ পাবে না এ কূলেতে।
ফিরে এসে বললে আমায়
আমি তোমার তুমি আমার।
আমি তোমার তুমি আমার।
No comments